মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ০.৫০০ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার দাম ৫০ লক্ষ টাকা বলে জানান ৪৯ বিজিবি।
আজ ২৯ এপ্রিল শনিবার যশোর জেলার চৌগাছা থানাধীন মাসিলা এলাকায় অভিযান চালিয়ে ০.৫০০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল। আজ ২৯ এপ্রিল শনিবার আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মাসিলা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক মাসিলা সীমান্তে টহল জোরদার করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক গদাধরপুর এলাকায় টহল চলাকালীন একজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থামতে বলা হলে উক্ত লোক দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি টহলদল তৎক্ষনাৎ উক্ত লোককে ধাওয়া করলে লোকটির নিকট হতে একটি ছোট ব্যাগ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ০.৫০০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।
এই বিষয়ে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, স্বর্ণ পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নানাবিধ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত করা হচ্ছে।
আটককৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply