1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু স্বদেশ প্রত্যাবর্তনে রাসেল ও সুইটকে সিলেটে সংবর্ধনা প্রদান জনহিতৈষী হাসিব পান্না ঠাকুরগাঁওয়ে ‘এসএসসি ৯৫’ ব্যাচের আহবায়ক কমিটি গঠন রাজশাহীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক এমপিকে কারাগারে প্রেরণ এনসিটিএফ রাজশাহীর কুইজ প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ভূল্লীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ইউরোপের তিন বিএনপি নেতার স্বদেশ প্রত্যাবর্তন

তুহিনের “মিথ্যা বক্তব্য” স্বপনের প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬২ জন পড়েছেন
পাবনা প্রতিনিধি: সম্প্রতি (১৪ মে) ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন এর পাবনা আগমন উপলক্ষে এক আলোচনা সভায় নিজেকে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বরের মিছিলের নেতৃত্ব-স্থানীয় দাবি করেন বঙ্গবন্ধু পরিষদের জালাল উদ্দীন তুহিন। এসময় তিনি সেদিনের যে বর্ণনা করেছেন, সেই বক্তব্যকে মিথ্যচার অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক সময়ের ঈশ্বরদীর তুখোড় ছাত্রলীগ নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান স্বপন বলেন, ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন। বিশেষ করে ঈশ্বরদীর রাজনৈতিক পরিমণ্ডলে এটি একটি ঘৃণিত এবং লজ্জার দিন। এদিন উত্তরাঞ্চলের দলীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুকন্যা এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ট্রেনবহর নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। এদিন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তাঁর একটি পথসভায় বক্তব্য প্রদানের কর্মসূচি ছিল। কিন্তু ট্রেনটি ঈশ্বরদী জংশনে প্রবেশকালে বিএনপির নেতাকর্মীরা ট্রেনটি লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ এবং বোমাহামলা করে। এই বর্বরোচিত হামলা সেদিন দেশবাসীকে হতবাক করে। সেদিনের পথসভা সফল করতে ঈশ্বরদীর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যোগদানকালে তাদের ওপরে গুলি,বোমা এবং রেলের পাথর নিক্ষিপ্ত হয়, যা একটি বীভৎস এবং নজিরবিহীন ঘটনা। এসময় আমি সহ শরিফুল হাসান আরিফ (সাবেক ক্রীড়া সম্পাদক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ), এমদাদুল হক এমদাদ ( সাবেক ভিপি, ঈশ্বরদী কলেজ ছাত্রসংসদ), জমিদার হোসেন জনি (সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী কলেজ ছাত্রলীগ), মাসুদুল হাসান আক্কাস (সাবেক যুগ্মসম্পাদক, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ), মোখলেছুর রহমান রিপন (সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ) সহ অনেক নেতাকর্মী আহত হই।
দীর্ঘদিন পর জননেত্রী শেখ হাসিনার ওপর এই জঘন্য হামলার বিচার হলেও থেমে থাকেনি এ নিয়ে নানা মিথ্যাচার এবং এই মিথ্যাচার যদি আওয়ামী লীগের নামধারণ করে কেউ প্রদান করে তবে তা আরো উদ্বেগের কারণ হয়ে ওঠে। আমরা বিশেষভাবে লক্ষ্য করছি জনাব জালালউদ্দিন তুহিন নামের এক নব্য আওয়ামী লীগ নেতা সম্প্রতি ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় নিজেকে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বরের মিছিলের নেতৃত্ব-স্থানীয় দাবি করেছেন। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সেদিনের মিছিলে তিনি কখনই ছিলেন না, এমনকি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা ছিল না।
এতদিন পর ২৩শে সেপ্টেম্বরে তার ভূমিকা নিয়ে তিনি যে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক বক্তব্য রেখেছেন তা ঈশ্বরদী আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস বিকৃতির শামিল বলে আমি
বিশ্বাস করি। এই মিথ্যাচারের মধ্য দিয়ে তিনি মূলত তার অশুভ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছেন। তদুপরি তরুণ প্রজন্মকে তিনি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। একই
সঙ্গে সেদিনের মিছিলে অংশগ্রহণকারী ত্যাগী নেতাকর্মী যারা প্রকৃতঅর্থে আহত হয়েছিলেন তাদের অবদানকে তিনি অশ্রদ্ধা, অবমূল্যায়ন এবং অস্বীকার করেছেন। একারণে আমি তার
বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি এবং এহেন বক্তব্যের কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের কাছে একান্তভাবে দাবি জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page