মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর দায়ের করা যৌতুক মামলায় শ্বশুড় হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে তাকে ভূল্লী থানা সিংগিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে ভূল্লী থানার কিশমত শুখানপুখুরী এলাকার রিয়াজ উদ্দীনের মেয়ে রেজিয়া বেগম বাদী হয়ে স্বামী জয়নাল আবেদীন (৪২), শ্বাশুড়ি জামিলা বেগম (৬০), শ্বশুড় হাসান আলী (৬৫) ও দেবর বাবুল ইসলাম (২৮) কে আসামী করে নারী নির্যাতন ও যৌতুক আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, ষোল বছর পূর্বে জয়নাল আবেদীনের সাথে রেজিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসার জীবনে বৃষ্টি আক্তার (১৪) নামক এক কন্যা সন্তান ও রাব্বি হোসেন (১০) নামক এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময় নগদ চার লাখ টাকা, তিন ভরি স্বর্ণাণংকার ও ঘরের আসবাবপত্র প্রদান করেন। কিন্তু কয়েক বছর পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে রেজিয়া বেগমের ওপর নির্যাতন করে আসছিলো অভিযুক্তরা । প্রতিনিয়ত তাকে শারিরীক ও মানসীক নির্যাতন করতো। যৌতুকের দাবীতে তাকে হত্যার চেস্টা করা হয়। বাদী রেজিয়া বেগম যৌতুকের দুই লাখ টাকা বাবার বাড়ী থেকে এনে না দেওয়ায় অভিযুক্তরা তার উপর হামলা চালায় তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। স্থানীয় ও পরিবারের লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, পুত্রবধূর দায়ের করা মামলায় শ্বশুড় কে মঙ্গলবার দুপুর ১ টার দিকে সিংগিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হইয়াছে। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply