সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার কুমারপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিক্তিতে এএসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃতঃ চাটি মোহাম্মদ ছেলে।
পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
Leave a Reply