সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দল লতিফ লিটু,দৈনিক সংগ্রামী বাংলা প্রত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ সহ অন্যান্য সংবাদকর্মীরা।
পেশাগত দায়িত্ব পালনে যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান বক্তরা।
Leave a Reply