সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূল্লীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (০১ মে) সকাল সাড়ে ৯ টায় ভূল্লী থানার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের করে ভূল্লীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন আজ।
শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী, ঠাকুরগাঁও জেলা মটর শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার সভাপতি দুলাল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ঠাকুরগাঁও জেলার ট্রাক ট্যাংকলরি কাভার ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ভূল্লী শাখার সভাপতি তহিদুল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ভূল্লী থানা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক নেতারা, সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন।
Leave a Reply