ছড়া
প্রস্ফুটিত ফুল
তোমরা শিশু
তোমরা প্রস্ফুটিত ফুল ,
তোমাদের পদচারনায় মুখরিত স্কুল।
আসবে তোরা বিদ্যালয়ে
পড়বে হেসে খেলে
মানুষের পাশে দাঁড়াবে তোরা বিপদ কালে ।
পড়বে তোমরা মনোযোগ দিয়ে করবে যতন ।
তবেই তোমরা হবে অমূল্য রতন।
মোঃ মোজাফ্ফর আলী
সহকারী শিক্ষক ৫ নং সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
Leave a Reply