প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও জেলা ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের’র সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুখেন মুখোপাধ্যায় ও বিশিষ্ট্য নৃত্যগুরু হাসিব পান্না।
আলোচনা সভা শেষে “যুদ্ধ বন্ধ করো” শীর্ষক নৃত্যানুষ্ঠান ও শিশুতোষ নাটক “সন্দীপন” পরিবেশিত হয়। এতে শিশু একাডেমির শিশুরা অংশগ্রহণ করে।
Like this:
Like Loading...
Leave a Reply