1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

পিকআপের চাপায় প্রান গেল সওজ এর কর্মরত ৩ কর্মচারীর

মো. জোবায়ের পারভেজ শোভন
  • সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৮৬ জন পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ৩ কর্মচারী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতরা হল ১. গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচর গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের বিজয় সরকারের ছেলে নির্মল সরকার(৫৫), মাদারীপুর সদরের কুলপুদী গ্রামের অলক সরকার(২৭) ও একই এলাকার লাভলু মিয়ার ছেলে সোহান মিয়া(২৮)। শনিবার রাত ৮ টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজায় দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি মাল বহনকারী পিকআপ ভ্যান ভাঙ্গা বিশ্বরোড থেকে কয়েকজন গার্মেন্টস কর্মী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানটি দ্রুতবেগে টোলপ্লাজায় এসে দাড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী ট্রাককে অতিক্রম করার সময় সজোরে ধাক্কা লাগে। পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে কিছু দূর গিয়ে উল্টে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ সময় ভাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের ৩ কর্মী পিকআপের নীচে চাপা পড়ে। এ ঘটনায় অলক সরকার ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এদিকে নিহতের লাশ আসার খবরে ভাঙ্গা সড়ক ও জনপথ কার্যালয় সংলগ্ন বাসায় তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: