সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আরও নতুন করে একজন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সিভিল সার্জন জানান, আগের প্রেরিত নমুনায় রবিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮জন রোগী সনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গেল ২৪ ঘন্টায় আরও ২৮ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । তা পাঠিয়ে দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, ‘‘আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। রবিবার নতুন করে একজন রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআর।’’
Leave a Reply