প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
প্রতিটি দেশের নাগরিকদের ভালোমন্দ দেখভালের কেন্দ্রস্থল হলো একটি রাষ্ট্রের দূতাবাস। তাই দূতাবাসের সম্মান রক্ষার দায়িত্বও সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মাঝে ঈর্ষণীয় উন্নতি লাভ করেছে। পাশাপাশি বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর প্রবাসী বাংলাদেশিরা এ উন্নয়নের অংশীদার।
ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন ইতালি মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব নয়না আহমেদের নেতৃত্বে ২৯ জানুয়ারি শুক্রবার বিকালে নেতাকর্মীদের সঙ্গে এক সাক্ষাতকারে ইতালিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবার মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানাচ্ছি। সেই সাথে ইতালি সরকারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
তিনি আগত অতিথিদের উদ্দেশে আরও বলেন, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বাসবাস। আর প্রতিদিন প্রায় ৪ থেকে ৫শ’ বাংলাদেশি সেবা গ্রহণের জন্য দূতাবাসে আসেন। সুতরাং সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই সবার সহনশীল হতে হবে। তাছাড়া আপনারা জানেন যে, ইতালির বিভিন্ন শহরে দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন সময়ে কনসুল্যার সার্ভিস দিয়ে থাকে; যা শুধু আপনাদের অর্থাৎ প্রবাসীদের সুবিধার্থে।
এ সময় প্রবাসীদের সমস্যা নিরসন ও দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করতে ইতালি মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দরা।
এসময় রাষ্ট্রদূত তা মনোযোগসহ শোনেন এবং অতীতে যা হয়েছে তা করা হবে বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উম্মে হানি চৌধুরী সহ-সভাপতি, মোসাম্মৎ নিলুফার বানু সহ-সভাপতি, শামীমা আক্তার পপি যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুবা চৌধুরী যুগ্ম সাধারণ-সম্পাদক, সানজিদা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, তাহমিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক, নার্গিস আক্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, ফরিদা রহমান, কোষাধ্যক্ষ, রিতা আক্তার, সম্মানিত সদস্য।
Leave a Reply