নাসিম আহমেদ রিয়াদঃ
করোনা মোকাবেলায় জনসমাগম এড়াাতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্রও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে খাবার পৌছে দিচ্ছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার।
শনিবার (০৪ এপ্রিল) গভীর উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। রাতভর ঘরে- ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীর সহ ১০ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন।
করোনা মোকাবেলায় কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কল কারখানা-দোকান ও বিপনী বিতান। ঘর থেকে বেড় হচ্ছেন না। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। জন সমাগম এড়াতে এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে রাতের আঁধারে তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
ইউনিয়নের এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আল-আমিন সরকার। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply