নিজস্ব প্রতিবেদক : আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেতে একাধিক বিএনপির নেতারা দোড় ঝাপ শুরু করেছেন। ব্যানার, ফেস্টুনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার প্রচারণা। আবার কেউ কেউ দলীয় পদ পদবীসহ লিফলেটের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরছেন বর্নাঢ্য রাজনৈতিক জীবন। এদের মধ্যে এগিয়ে রয়েছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মো: এনামুল হক।
তিনি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই চেতনায় উদ্ভাসিত অনেক মানুষ যারা মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করেন। আমি চেতনায় ছাত্র জীবন থেকে
রাজনীতি এবং মানুষরে সেবায় নিজেকে নিয়জিত রেখেছি। তাই অত্র এলাকার মানুষের জীবন ও মান উন্নয়নের লক্ষে কেশরহাট পৌরসভা প্রতিষ্ঠায় আমিও এক অত্ৰন্দ্র প্রহরী। আমি কেশরহাট পৌরসভার প্রতিষ্ঠাতা কমিশনার। এই সময়ে
আমার ওয়ার্ডে যে উন্নয়ন করেছি বিগত ১০ বৎসরের তার এক (১%) শতাংশ উন্নয়ন হয়নি। আলোকিত ও
আধুনিক পৌরসভা গঠনে এবং উন্নয়নের ছোয়া তৃনমুল পর্যায়ে সর্ম্পূণ করে মানুষের প্রত্যাশা পূরণে আমি বন্ধ পরিকর। তাই ২০২০ সনে কেশরহাট পৌরসভায় মেয়র পদে আমি নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছি।
তিনি আরো বলেন, বিগত দিনে
যারা মেয়র পদে অধিষ্ঠিত ছিলেন, তাঁরা নিজেকে, নিজের পরিবার ও নিকট জনদের নিয়ে ব্যস্ত ছিলেন।
স্বার্থপরতা ও দুর্বলতার কারনে পৌরসভায় তেমন কোন উন্নয়ন হয়নি। তাই যুগের চাহিদা অনুযায়ী আমার এই নির্বাচনে অংশ গ্রহন করা।
Leave a Reply