1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১৪ জন পড়েছেন

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত সহ নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার বিকেলে (৩১ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দসহ সদস্যদের অভিনন্দন জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আপনারা সকলে একসঙ্গে হয়ে কাজ করবেন। কারণ সাংবাদিকরাই হলো সমাজের হৃদপিণ্ড, আপনাদের লেখনির মাধ্যমেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। সবসময় আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেকে আলোকিত করবেন এবং সুন্দর সমাজ গঠনে আপনাদের ভূমিকা থাকবে সবসময়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত।

এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী, নির্বাহী সদস্য আব্দুল আজিজ আরিফ, সাবেক ক্রীড়া সম্পাদক সুজন আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: