নড়াইল প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাস রোধে ঘর থেকে বাহিরে আসা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে নড়াইলের লোহাগড়ায় ৫জন মোটরসাইকেল চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার পৌর শহরের কুন্দসী মোড় ও লক্ষ্মীপাশা চৌরাস্থা এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জী এ আদালত পরিচালনা করেন।
মোটরসাইকেল চালকরা হলো উপজেলার চাচই গ্রামের মিকাইল হোসেনকে ১ হাজার টাকা, লক্ষ্মীপাশার এনামুল কবিরকে ৫’শ টাকা, ইসলামপুর গ্রামের ইয়াকুব শেখকে ৪’শ টাকা, রায়গ্রামের আছাদ মোল্যা ৩’শ টাকা ও নড়াইল সদর বাঁশগ্রামের মোস্তাফিজুর রহমানকে ৫’শ টাকা জরিমানা করা হয়। #
Leave a Reply