মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধি : সারা পৃথিবীতে করোনা মহামারী রুপ ধারণ করেছে। এর প্রভাব এসে পরেছে বাংলাদেশেও।বাংলাদেশের অধিকাংশ জেলাকে লক ডাউন করা হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য।নেত্রকোণা জেলাকেও লকডাউন করা হয়েছে।তাই স্বাভাবিক ভাবেই লক ডাউনে রয়েছে বারহাট্টা উপজেলা।বারহাট্টা উপজেলা লক ডাউনের কারণে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন শ্রমজীবি মানুষগণ।লক ডাউনের কারণে তারা না পারছেন ঘরে থাকতে না পারছেন ঘর থেকে বের হতে।এমন পরিস্থিতিতে নিজ ইউনিয়নের অভুক্তদের মাঝে খাবার বিতরণ করেছেন বারহাট্টার কৃত্তি সন্তান ডাক্তার দেলোয়ার হোসেন টিটু। জানা যায়, ডাক্তার দেলোয়ার হোসেন টিটু আজকে বারহাট্টা উপজেলায় 1 নং বাউসি ইউনিয়ন এ উনার নিজ গ্রামে তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।তিনি সাবেক নেত্রকোনা জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য বর্তমান এবং ড্যাব এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
Leave a Reply