স্টাফ রিপোর্টাার:বিশ্বব্যাপী কোভিড’১৯ নভেল করোনা ভাইরাস মহামারী আকারে বিস্তার লাভ করায় এর প্রভাব পড়েছে বাংলাদেশে। বিশেষ করে ব্যাপক ভাবে প্রভাব পড়েছে বাংলাদেশের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে।
এদিকে ভয়ানক এপরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারাদেশ প্রশাসনিকভাবে হটজোন ঘোষনা করা হয়েছে অথচ তার পরও হাটিকুমরুলে তথা সিরাজগঞ্জ রোড এর কাচা বাজার গুলোতে উপচে পড়া মানুষের ভির মানছেনা সামাজিক দুরত্ব, এদিকে উল্লাপাড়া উপজেলা লকডাউন চলছে কিছুই যেনো মানছেনা হাটিকুমরুল ইউনিয়ন এর মানুষ যে কনো সময় মহামারী করোনা ভাইরাসের আতংক থেকে যাচ্ছে।
এ বিষয়টি নিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেড জেড তাজুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলে৷ প্রতি নিয়ত ব্যবস্থা চলছে কিন্তু মানুষ তা মানছে না তারপরও অতি তারাতাড়ি ব্যবস্হা নেয়া হবে।
এস/আর/শাহিন রেজা।
Leave a Reply