মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে আক্রান্ত স্বামী- স্ত্রীসহ তিন জন করোনা মুক্ত হয়েছেন। রবিবার সকালে তাদের নমুনা রিপোর্ট দুইবার নেগেটিভ আসায় তাদের সুস্থ্যতার ছাড়পত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা কাপড় ব্যবসায়ীর গত ১৮ এপ্রিল তার নমুনা পজেটিভ আসে। এর দুই দিন পরে তার স্ত্রীর নমুমা রিপোর্টও পজেটিভ আসে। অপরদিকে গত ২২ এপ্রিল ঔষধ কোম্পাণীতে কর্মরত একজন এরিয়া ম্যানেজারের নমুনা রিপোর্ট করোনা পজিটিভ আসে। প্রশাসন তাদের উভয়ের বাড়ী দুটি লকডাউন করে হোম আইসোলেশনে তাদের চিকিৎসা দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, আজ করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রীর ও ঔষধ কোম্পানীতে কর্মরত এক ব্যাক্তির রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তাদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Leave a Reply