সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোর জেলা গোয়েন্দা শাখা পুলিশের (এসআই) মফিজুল ইসলাম (পিপিএম) একাধিক ক্লুলেস হত্যা, চাঁদাবাজি মামলার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।এপ্রিল হতে জুন মাস পর্যন্ত তিনি কৃতিত্বস্বরূপ এই গৌরব অর্জন করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে যশোর জেলা পুলিশের এৈমাসিক কল্যাণ সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) তার হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (ডিএসবি),ক সার্কেল মণিরামপুর ও নাভারণ সার্কেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply