মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল মধ্যপাড়ার জামে মসজিদটি বন্যার পানির স্রোতে ধ্বসে পড়েছে।বুধবার (২৯ জুলাই) সকালে মসজিদটি ভেঙে পড়ার পর বিকেল পর্যন্ত স্থানীয়রা মসজিদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পানি থেকে উদ্ধার করে। প্রায় দুই যুগ আগে মসজিদটি নির্মাণ করা হয়। পানির স্রোতে মসজিদটি ভেঙে মসজিদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেসে গেছে।
এমতাবস্থায় দরিদ্র এই এলাকার পক্ষে মসজিদটি পুনঃনির্মাণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দরিদ্র এই ধর্মপ্রাণ মানুষগুলোর – মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারের নিকট দাবি হচ্ছে, “মসজিদটি পুনঃনির্মাণ করে ধর্মপ্রান মানুষদের নামাজ পড়ার সুযোগ করে দিলে এলাকাবাসি উপকৃত হবে।
Leave a Reply