(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
জায়গীর মহল ইয়াং জেনারেসন এর উদ্যগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় , স্থান জায়গীর মহল শাহ্ বাড়ি মোড় সংলগ্ন।
কাঙ্গালী ভোজ আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো:আ: সাত্তার সানা,মো:ফারুক,শাহ্ মো:আল বাহরুল,ইজ্জাত আলি সরদার,মো:গণি মোল্লা, শামছুল আলম পিন্টু, আজিজুল ইসলাম মোল্লা,বাচ্চু,ইলিয়াস সানা,শুভ, সাকিব,শাহ্ রানা,শাহ্ হিরো, মামুন,সোলায়মান,রাজ সরদার, সহ এলাকার বিভিন্ন শ্রেণির ছোট বড় সকলেই,এবং উক্ত আলোচনা সভা শেষে সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply