‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংস্কৃতি ’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে পাবনার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল ৪৫ তম জাতীয় শোক দিবসে পালন করেছে ।
করোনা পরিস্থিতির কারনে স্বল্প পরিসরে অত্যন্ত সচেতনার সাথে আলোচনা সভা সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ৯ টায় দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ আজীবন সদস্যরা।
বেলা ১২ টায় পাবনা ড্রামা সার্কেলের নিজ কার্যালয় শহরের সজনে তলায় এক মিনিট নিরবতা পালন-সহ শুরু হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি ওহিদুল কাওছারের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম,পাবনা প্রেসক্লাবের সভাপতি এ,বি,এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চিফ উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের আজীবন সদস্য সৈকত আফরোজ আসাদ, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আজম, আজীবন সদস্য ফারুক হোসেন চৌধুরী, দোলন আজিজ, সিরাজুল ইসলাম হীরা, হাফিজ রতন, ভাস্কর চক্রবর্তী, সিরাজুল ইসলাম পিন্টু, তরুন দাস মদন, সিনথী রহমান, এনামুল হক প্রমুখ। এ সময় শামসুন্নাহার বর্ণা,খাইরুল ইসলাম শিহান, বরকত উল্লাহ শিমুল, মাহমুদা ক্যাথী, শিশির ইসলাম,মাসুদ রানা,সাকিব বারি,বিদুৎ, শিহাব রাজ, আতিকুল ইসলাম,সাউম,কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply