সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ উদগাড়ী ডিগ্রী কলেজের সহকারি গ্রন্থাগারিক আনিছুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০অক্টোবর) সকাল ১০টায় উদগাড়ী ডিগ্রি কলেজের হলরুমে শিক্ষক পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো পবিত্র কুরআন তেলাওয়াত,কেষ্ট প্রদান,ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা।
উদগাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদগাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন,উদগাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোছাঃমমতা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্যগণ,শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উদগাড়ী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও বাংলা বিভাগের প্রভাষক শওকত আকবর।
Leave a Reply