টাঙ্গাইলের মধুপুরে ৬/৭ বৎসরের এক শিশু ছেলে নিজের ঠিকানা বলতে না পারায় মধুর সমস্যায় পড়েছেন এক অটোচালক। বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) রাত্রি ৯ ঘটিকার সময় চাড়ালজানি এলাকা হইতে অঙ্গাত নামের এক বৃদ্ধা ঐ ৬/৭ বছরের শিশু ছেলেকে মধুপুরের গোবুদিয়া গ্রামের অটোচালক আক্তারের অটোতে উঠিয়ে দেয়। তখন তাকে বলেন কাকরাইদে শিশু ছেলেটিকে রেখে যেতে। কিন্তু ছেলেটি কাকরাইদে কোনো আত্নীয়, মা- বাবাকে না চিনায় অটোচালকটি তাকে তার বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন। এক্ষেত্রে পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মাতাব্বরদের পরামর্শক্রমে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
প্রতিদিনের সময়/জা-বি
Leave a Reply