আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাসের লকডাউনের কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরন করা হয়েছে।
আজ শনিবার দিনব্যপি রামগঞ্জ পুলিশ বক্স চত্বরে রিক্সা ও ভ্যনচালকদের, রামগঞ্জ ওয়াপদা সড়কের পাশে বেদে পরিবার, সোনাপুর চৌরাস্তা ও সোনাপুর-বাঁশঘর সড়কের পাশের ছিন্নমূল অসহায় মানুষদের ঘরে ঘরে নিজ হাতে খাদ্যদ্রব্য পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল সহ প্রমূখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারনে গৃহবন্ধীতে থাকা মানুষগুলো খুবই কষ্ট পাচ্ছে। তাই তাদের মুখে হাসি ফোটাতে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করেছি।আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply