মোঃ সাখাওয়াত হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে দুস্থ ও হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠন।
বুধবার (৮ এপ্রিল) বিকালে শহরের বিভিন্ন এলাকায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, ১ লিটার তেল, আলু, পেয়াজ, চিড়া, মুড়ি, আটা ও ১ পিস সাবান প্রদান করেন ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা বিতরণের সময় ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. এস. হোসেন আকাশ, সদস্য মো. জুবায়দুল ইসলাম লাদেন, আবু আনাস বাপ্পী, সিয়াম, আকাশ, সোহাগ, তানজীব আহম্মেদ রিমন, আরমান, তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ারুল ইসলাম বলেন, দেশে এই সংকটময় করোনা আতঙ্কের মধ্যে কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকার দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ যারা এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছে, তাদেরকে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. এস. হোসেন আকাশ বলেন, করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। সরকারের একার পক্ষে এ বিপর্যয় কাটিয়ে উঠা কঠিন।
তাই আমরা এই দুঃসময়ে বিপদগ্রস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য সহযোগিতা করেছি মাত্র। বিশাল সংখ্যক অসহায় মানুষকে সহযোগিতা কারো একার পক্ষে সম্ভব নয়। তাই আমরা সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
যতদিন এ দুর্যোগ থাকবে, ততদিন দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করে যাবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি এসব অভাবি ও কর্মহীন মানুষদের সমাজের পাশে বিত্তবান সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়া ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সংগঠনের উদ্যোগে কয়েক ধাপে ৫০০ হতদরিদ্রের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও নেতৃবৃন্দ জানান।
Leave a Reply