জুবায়েল হোসেন:প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বের মানুষ এখন গৃহবন্দি। এ সময় যারা কর্মহীন, দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, পরিবহনও রেস্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা ও ছিন্নমুল মানুষের পাশে মানববতার সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে কর্মহীন গরীর নিম্ন আয়ের মানুষের মাঝে দাড়িয়েছেন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট গার্মেস ব্যবসায়ী ও সমাজ সেবক জহুরুল ইসলাম।
রবিবার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে প্রায় ৭শ জন মানুষের মাঝে চাউল, ডাল, তেল, লবন, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মাহবুব আলম ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান শামসুল হক খান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ কমিটির সদস্য আবু আহমেদ আরিফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব জোয়াদার ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম শেখ, সহসভাপতি খন্দকার আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সালাম ভুইয়াসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply