মামুন কৌশিক, বারহাট্টা, নেত্রকোণা থেকে : নেত্রকোণার বারহাট্টার কোর্ট রোড এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা।যিনি বর্তমানে মালয়েশিয়া তে প্রবাসী হিসেবে আছেন।কিন্তুু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তিনি প্রতিনিয়ত চলমান মহামারী করোনা নিয়ে বিভিন্ন সচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন।অথচ সব প্রবাসীরাই চলমান মহামারী করোনাতে জীবনের ঝঁকিতে রয়েছেন।কিন্তুু নিজে বিদেশে থেকে এবং যে কোন সময় আক্রান্ত হতে পারেন এমন ঝঁকি স্বত্তেও তিনি বারহাট্টা অঞ্চলের মানুষদের সচেতন করতে সব সময় সরব রয়েছেন।এ বিষয়ে বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানীন বলেন যে, আমরা সচেতন মানুষ যারা আছি তারা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতনতামূলক প্রচার করি তাহলেই কেবল নিজেদের এই মহামারী থেকে রক্ষা করা যাবে।কারণ প্রশামনের একার পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।
Leave a Reply