1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ছড়া প্রস্ফুটিত ফুল কবিতা নবান্ন ঠাকুরগাঁওয়ে জিংক ধান বিষয়ে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারগণের সমন্বয়ে আলোচনা সভা ঠাকুরগাঁও হাসপাতালে ডেঙ্গুতে এক সপ্তাহে ভর্তি ৯ জন দুইদিন পর বিএসএফের গুলিতে নিহত জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাইলেন জুয়েল আহমেদ চাকুরি স্থায়ীকরনের দাবিতে নেসকো আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন পর্তুগাল বিএনপির নেতাদের সাথে রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

বারহাট্টা ফাউন্ডেশনে আর্থিক সাহায্য করাদের নাম প্রকাশ করলেন ফাউন্ডেশনের আহ্বায়ক

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৩৩ জন পড়েছেন

মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধি : করোনা পরিস্থিততে সরকারি সাহায্যের পাশাপাশি ব্যাক্তিগত সাহায্য করার জন্য গত ১৬ তারিখ বারহাট্টা ফাউন্ডেশন গঠন করেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম।ইতিমধ্যে বারহাট্টা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৩০০ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বারহাট্টা ফাউন্ডেশন থেকে। এখন পর্যন্ত বারহাট্টা ফাউন্ডেশনে যারা দান করেছেন তাদের তালিকা :

১। আনিকা তাবাসসুম অহনা-ছাত্র,বিক্রমশ্রী, বারহাট্টা- ৩০০০ টাকা।
২। মুহাম্মদ মাইনুল হক কাসেম,চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বারহাট্টা-২০০০০ টাকা।
৩।মোঃ নূর উদ্দিন (অবঃডিএডি) চন্দ্রপুর, বারহাট্টা- ৫০০০ টাকা।
৪। মাহবুবুর রহমান শহীদ
নোওয়াগাও,বারহাট্টা – ৩০০০ টাকা।
৫। দীপক কুমার সাহা সেন্টু
বারহাট্টা – ৩০০০ টাকা।
৬। মোঃ আরশাদ আলী
বিক্রমশ্রী,বারহাট্টা- ৩০০০ টাকা।
৭।অধ্যাপক আনিসুল আলম তালুকদার বারহাট্টা-১০০০০ টাকা।
৮। মনোরঞ্জন সরকার বিক্রমশ্রী,বারহাট্টা- ৫০০০০ টাকা।
৯। ইমরান হোসেন সুমন
মল্লিকপুর,বারহাট্টা- ৫০০০০ টাকা।
১০। ইসরাত জাহান খান মানি,বারহাট্টা- ৫০০০ টাকা।
১১। আশিক আহম্মেদ কমল,বারহাট্টা- ৫০০০ টাকা।
১২। জাহাঙ্গীর আলম
চন্দ্রপুর,বারহাট্টা- ৫০০০ টাকা।
১৩। গোলাম মোস্তফা
(মালয়েশিয়া প্রবাসী)- বারহাট্টা-২০০০ টাকা।
১৪। নাম প্রকাশে অনিচ্ছুক
-চট্টগ্রাম- ৫০০০০ টাকা।
১৫। তরুন কান্তি দাস
গড়মা,বারহাট্টা- ৫০০ টাকা।
১৫। রুপন বিশ্বাস টটুল
বারহাট্টা- ২০০০ টাকা।
১৬। নাজমুল হক যশমাধব,বারহাট্টা- ৫০০ টাকা।
সর্বমোট- ২১৭০০০( দুই লাখ সতের হাজার ) টাকা। আর এপর্যন্ত খরচ হয়েছে বারহাট্টা উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৩০০ টি পরিবারের মধ্যে ত্রান দেওয়া বাবদ।
প্রতি প্যকেটে চাল ৫ কেজি,আলু ২ কেজি, লবণ ১ কেজি, মশুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তৈল হাফ লিটার ও জীবাণু নাশক সাবান ১ টি।
১। চাল ১৫০০ কেজি ৫৮০০০ টাকা।
২। আলু ৬০০ কেজি ১৪৪০০ টাকা।
৩। লবণ ৩০০ কেজি ৪৮০০ টাকা।
৪। মশুর ডাল ১৫০ কেজি ১১০৯২ টাকা।
৫। সয়াবিন তৈল ১৫০ লিটার ১৬২০০ টাকা।
৬। জীবাণু নাশক সাবান ৩০০ টি ২৭০০ টাকা।
৭। ব্যাগ ৩০০ টি ও গেঞ্জি ৭০ টি ১৭৫০০ টাকা।
৮। বাড়িতে বাড়িতে পৌছানো বাবত ৩০৫০ টাকা।
৯। কম্পিউটার কম্পোজ/সীল/ সেচ্ছাসেবক কার্ড বাবত ৪৫০ টাকা।
সর্বমোট খরচ- ১২৮১৯২ (এক লাখ আটাশ হাজার একশত বিরানব্বই) টাকা।

মোট জমা খরচ- ২১৭০০০-১২৮১৯২= ৮৮৮০৮(আটাশি হাজার আট শত আট) টাকা ব্যাংক হিসাবে জমা আছে। বারহাট্টা ফাউন্ডেশনের আহ্বায়ক মাইনুল হক কাশেম আরো বলেন যে,সবার কাছে আর্থিক সহযোগিতা চাই।সবাই সাহায্যে এগিয়ে আসুন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page