সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দুর্গম যমুনার চর উমারপুর ও ঘোড়জান ইউনিয়নের ৮০০’শত কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল তার নিজস্ব অর্থায়নে, নিজ হাতে ৪ টি স্হান হতে চাউল, ডাউল, তেল, লবণ খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছেন।
এ সময় এমপি আব্দুল মমিন মন্ডল বলেন, করোনা দুর্যোগে -আপনারা নিয়ম মেনে চলবেন ঘন ঘন সাবান দিয়ে হাত ধূবেন। সবাই ঘরে থাকবেন। বিনা প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না,
সরকারি সহায়তার পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় আমি আপনাদের পাশে আছি। আমি এ এলাকায় দ্বিতীয় দফায় ৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি জানান।
এসময় চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভার:) আবু নজির মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান ও আবদুর রশিদ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, যুবলীগের নেতা আবু সাঈদ বিদ্যুৎ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply