রাজু আহমেদঃ
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নেন প্রায় ৩০০ পরিবারের মাঝে লাচ্চা,চিনি,গুড় দুধ,চাউল,ও কাপড় বিতরন করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিলন।
পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে গরীব মেহনতি মানুষের কথা চিন্তা করে বাড়ি বাড়ি গিয়ে উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
মতিয়ার রহমান মিলন বলেন, ডি আই জি নাফিউল ইসলাম ও এ্যাড মোস্তফা কামাল এর সহযোগীতায় ইটালী ইউনিয়নের হিজলী ,ইন্দ্রসন,ছতর,আনোলিয়া,দেওগাছা,লক্ষিকুড়ি,বিক্রমপুর, বুনকুড়ি,কুমগ্রাম, লোটাবড়িয়া,সোগনী খোলাবড়িয়া ও বাঁশবাড়িয়া তে এসব সামগ্রী বিতরন করেছি।
তিনি আরো বলেন, সামান্য যেটুকু ঈদের উপহার সাধারন মানুষের হাতে দিতে পেরেছি এর জন্য আল্লাহ্ কাছে শুকরিয়া জানাই। এসময় করোনা ভাইরাসের জন্য ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
Leave a Reply