মারুফ সরকার , বিনোদন প্রতিনিধি : সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ‘ক্যাসিনো’ সিনেমার অফিশিয়াল পোস্টার। পোস্টারে দেখা যায়, নায়ক নিরব হেঁটে আসছেন, হাতে পিস্তল। মুখে কাটা দাগ। তাঁর চারপাশে সাজানো টাকা। মুখে হাসির ঝিলিক। মার্চ মাসের শুরুতে শেষ হয়েছে এ ছবির শুটিং। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নায়ক নিরব। তাঁর সঙ্গে জুটি বাঁধেন নায়িকা শবনম বুবলী।
শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শবনম বুবলী। এরই মধ্যে তাঁরা জুটি বেঁধেছেন নয়টি চলচ্চিত্রে। প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বুবলী। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। নিরব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করছেন খলনায়ক তাসকিন আহমেদ। ছবির পরিচালক সৈকত নাসির ‘দেশা : দ্য লিডার’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও আসাদ জামান। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন ও মার্সেল। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।
মারুফ সরকার
বিনোদন প্রতিনিধি
তারিখ -০৮-০৫-২০২০
মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১
Leave a Reply